۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
ক্যাথলিক
ক্যাথলিক

হাওজা / ফ্রান্সে ১৯৫০ সাল থেকে এ পর্যন্ত ২১৬০০০ শিশু ক্যাথোলিক পাদ্রিদের যৌন নির্যাতনের শিকার হয়েছেন ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ফ্রান্সে ১৯৫০ সাল থেকে এ পর্যন্ত ২১৬০০০ শিশু ক্যাথোলিক পাদ্রিদের যৌন নির্যাতনের শিকার হয়েছেন । এ সংখ্যা বেড়ে ৩৩০০০০ হতে পারে । সত্যি এটা এক ভয়ানক জঘন্য চারিত্রিক নৈতিক অবক্ষয় ও অপরাধ যা ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্ম যাজক সম্প্রদায়ের কাছ থেকে কখনোই আশা করা যায় না ।

ক্যাথোলিক পাদ্রি দের বিয়ে করাই নিষিদ্ধ ; আর এটা ক্যাথোলিক ধর্মমতো এমন এক বিধান যা সহজাত মানব প্রকৃতি ও প্রবৃত্তি বিরোধী । আর এ ধরনের অদ্ভুত বিধানের কারণেই আজীবন অবিবাহিত বহু পাদ্রী নিজেদের যৌন ও জৈবিক চাহিদা অবৈধ ভাবে ক্যাথোলিক চার্চের মহিলা  ধর্মযাজিকা যারাও আজীবন অবিবাহিত সন্যাস জীবন যাপন করতে বাধ্য হয় তাদের অনেকের সাথে এবং চার্চে পড়তে আসা বহু শিশুর সাথে মিটিয়ে থাকে যার প্রমাণ হলো  ফ্রান্সে ক্যাথলিক পাদ্রি গণ কর্তৃক ২১৬০০০ শিশুর যৌন নির্যাতনের শিকার হওয়ার এ ঘটনা ।  (লোমহর্ষক অপরাধের চিত্র)

এক লক্ষ ১৬ হাজার ধর্ম যাজকের মধ্যে ২৯০০ - ৩২০০ জন এ জঘন্য অপরাধের সাথে জড়িত থাকার বিষয়টি প্রকাশিত হয়েছে । ক্যাথলিক ধর্মীয় কর্তৃপক্ষ এ ঘটনায় শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হতে ও সব দায়িত্ব এড়াতে পারে না ।

ভয়ানক লোমহর্ষক এ জঘন্য অপরাধের  সাথে যে সব পাদ্রী জড়িত তাদেরকে ন্যায় বিচার করে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দান ও জরিমানা করা এবং ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা ব্যতীত এ ভয়ংকর অপরাধের সঠিক ন্যায় বিচার সম্ভব নয় ; আর সেই সাথে এ সব অপরাধী পাদ্রি দের পাদ্রিত্ব ও ধর্ম জাযকত্বও জীবনের জন্য বাতিল করে দিতে হবে । এ ঘটনা থেকে প্রমাণিত হল ক্যাথলিক ধর্ম যাজকদের প্রকৃত স্বরূপ ও চেহারা ।

গত কয়েক মাস আগে কানাডায় এই ক্যাথলিক গির্জা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত স্কুল সমূহে গত দেড়শো বছরে নিহত হাজার হাজার হতভাগ্য আদিবাসী শিশুর বেশ কয়েকটি গোপন গণ কবর আবিষ্কৃতও হয়েছে । শুধু মাত্র ফ্রান্স ও কানাডায় নয় ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ এ ধরণের বহু অপকর্ম ও অপরাধ করেছে যা এখনও গোপন রাখা হয়েছে । এগুলো এখন ফাস করার সময় এসেছে ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .